সাবেক মেয়র ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ২১ নভেম্বর সোমবার, সকালে নগরীর এক হাজার অস্বচ্ছল প্রান্তিক ও বস্তিবাসী লোকদের মাঝে মশারী বিতরণ করেন। মশাবাহিত ডেঙ্গুজ¦র সহ নানা অসুখ-বিসুখ থেকে সুরক্ষায় পেতে তার এ কর্মসূচি। মোস্তফা-হাকিম অডিটরিয়ামে মশারি বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। এ সময় অন্যদের মধ্যে আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী ও মাওলানা আবদুল মান্নান সহ অন্যরা উপস্থিত ছিলেন। মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সফল মেয়র বলেন, অস্বচ্ছল, প্রান্তিক ও নিঃস্ব জনগোষ্ঠী নানাভাবে কষ্ট স্বীকার করে জীবনধারণ করে। তারা বিভিন্ন বস্তি ও নোংরা এলাকায় থাকতে বাধ্য হয়। তাদের আয়-রোজগার নেহায়েত কম। তাদের পক্ষে মশারি ক্রয় করা সম্ভব নয়। মানবিক কাজের অংশ হিসেবে সমাজের সর্বনিম আয়ের জনগোষ্ঠির স্বাস্থ্য নিরাপত্তার জন্য মশারি বিতরণ করা হয়। তিনি তাদের মানবিক সেবাধর্মী সকল কাজের সহযোগিতা কামনা করেন।