চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ¦ মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এইচ এম স্টীল এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় বগুড়া শহরে ১৯ নভেম্বর ২০২২ খ্রি. দিনব্যাপী এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও এইচ এম স্টীলের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম। সুধি সমাবেশে ভার্চুয়ালী যোগ দেন সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ও জিএম নূপুর চৌধুরী।
সুধি সমাবেশে অতিথি ছিলেন এইচ এম স্টীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ সামসুদ্দোহা, জিএম (প্লান্ট) বোরহান উদ্দিন আহমদ, মামুনুর রশিদ ও ঝন্টু চৌধুরী সহ অন্যরা। সুধি সমাবেশে বগুড়ার বিশিষ্ট জন, প্রকৌশলী, স্থপতি, রড ব্যবসায়ী, রিয়েল এস্টেট ব্যবসায়ী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুধি সমাবেশে সাবেক মেয়র ও এইচ এম স্টীলের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, দেশে নির্মাণ ক্ষেত্রে অবদান রাখছে এইচ এম স্টীল। এইচ এম স্টীল গুনে মানে বিশ্বমানের দৃঢ় মজবুত শক্তিতে অটুট। তিনি টেকসই নির্মাণে এইচ এম স্টীলের রড ব্যবহার করার আহবান জানান।