৪ ডিসেম্বর ২০২২ খ্রি. রবিবার নগরীর পলোগ্রাউন্ডের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে ১৪ নভেম্বর ২০২২ খ্রি. সোমবার, সকালে মোস্তফা-হাকিম ভবনে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ট্রাস্টের পরিচালক আলহাজ¦ এম. সাইফুল আলম-এর সভাপতিত্বে নগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত অসচ্ছল নারী ও পুরুষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় করেন সাবেক সফল মেয়র ও মোস্তফা-হাকিম গ্রæপের চেয়ারম্যান, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মানবিক সমাজসেবক আলহাজ¦ এম. মনজুর আলম। তিনি বলেন, দেশের অস্বচ্ছল বৃদ্ধ, বৃদ্ধা, প্রতিবন্ধী সহ নানা শ্রেণির পেশার মানুষদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা বেষ্টনীর মাধ্যমে ভাতা, আশ্রায়ন, গৃহ ও ভূমি দান করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁর সামাজিক সেবার আদলে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টও ভাতা, আশ্রয়ন, চিকিৎসা সেবা সহ নানাভাবে আর্থিক দান অনুদান প্রদান করে যাচ্ছে। তিনি মানবিক প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের উন্নয়নের কাÐারী শেখ হাসিনার আগামী ৪ ডিসেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে অস্বচ্ছল পরিবারের ভাতা ভোগী সকলকে যোগদানের আহŸান জানান। সভাপতির বক্তব্যে সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ এম.সাইফুল আলম বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল, মেটোরেল ও কালুরঘাট সেতু নির্মাণে জননেত্রী শেখ হাসিনার আন্তরিক অবদানকে স্বীকার করে তাঁর জনসভা সফল করার আহŸান জানন। এ সময় আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, বর্তমান উপাধ্যক্ষ মাহফুজুর রহমান এবং সাবেক মেয়র আলহাজ¦ এম মনজুর আলমের নাতি আমরা রাসেল কাট্টলীর সভাপতি নাবিদ আবদুল্লাহ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের নাতিন নসিবার জন্মদিন পালন
১৪ ডিসেম্বর ২০২২ খ্রি. সোমবার সকালে মোস্তফা-হাকিম ভবনে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম-এর বড় ছেলে অত্র ট্রাস্টের নির্বাহী পরিচালক আলহাজ¦ এম. নিজামুল আলম রাজু’র কন্যা নসিবার শুভ জন্মদিন ধর্মীয় অনুষ্ঠান, খাদ্য বিতরণ ও জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উদ্্যাপন করা হয়। কেক কাটেন সাবেক মেয়র এম. মনজুর আলম। তিনি অস্বচ্ছল নারী ও পুরুষদের নিজ হাতে কেক খাইয়ে দেন। এ সময় আলহাজ¦ এম. সাইফুল আলম, নাতি নাবিদ আবদুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন