সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার সদর ইউনিয়নে ১ নারীকে শ্লীলতাহানি ও মারধর এবং বসতিঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে। ১৪ নভেম্বর (সোমবার)বিকাল ৩টায় সাতকানিয়া সদর ইউনিয়নের ৩নং গরিবার ঝিল ৩নং ওয়ার্ড বাবুল মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ইয়াকুব মিয়ার ছেলে আনোয়ার হোসেন( ৬০) এর মৌরশী জায়গায় জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে ফেরদৌস (৪৫) এবং তার ছেলে তারেক আজিজের (৩০) এর বিরুদ্ধে। অভিযোগ সূত্র আরও জানা যায়, গত ১৪ নভেম্বর জোরপূর্বক লাকড়ি ঘর ভাংচুর করে ফেলে। এবং বাদীর মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাদীর অভিযোগে আরও জানা যায়, মোবাইল ছিনিয়ে নেওয়ার পর তার মেয়েকে শ্লীলতাহানি করে ও মারধর করার হুমকি প্রদান করে। মিথ্যা মামলা করার ও হুমকি দেয়।
অভিযোগের সার্বিক বিষয় জানতে চাইলে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এএসআই ইমরান জানান- হ্যাঁ এরকম একটা অভিযোগ থানায় এসেছে এটা তদন্তের জন্য এসআই ছালামতকে দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে বাদী আনোয়ারের ছেলে চট্টগ্রাম শহরে ব্যবসায়ী তৌহিদ বলেন- আমাদের বসতঘর ভেঙ্গে তারা রাস্তা নির্মাণ করতে চায় পরে এটা বাস্তবায়নের জন্য তারা হামলা করলে আমার বোন সাবরিনা তা ভিডিও ধারণ করলে দূর্বৃত্ত তারেক আর ফেরদৌস আমার বোনের হাতমুচড়ে দেয়ও ব্যবহৃত মোবাইলটি নিয়ে নেয়। পরে পুলিশ এসে মোবাইলটি উদ্ধার করেন।