বঙ্গবন্ধু এভিনিউ অক্সিজেন মোড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম সেবার নিশ্চয়তা নিয়ে প্রতিষ্ঠিত নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ১ম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও সেরা কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ডা: এনামুল ইসলামের সভাপতিত্বে ডিজিএম আনিসুর রহমান মুন্নার সঞ্চালনায় ১৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, মাওলানা আজিজুর রহমান, আবুল মনছুর চেয়ারম্যান, মহানগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্ছু, জিএম মোহাম্মদ ইদ্রিস আলী, আবদুর রউফ, আলী আকবর রেজভী, হাসপাতালের পরিচালক মন্ডলী, কনসালট্যান্টবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেত্ববৃন্দ প্রমূখ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এনামুল ইসলামের গুরুত্বপূর্ণ দিক নিদের্শনায় সেবার মাধ্যমে অর্জিত সাফল্য ও সুনাম বৃদ্ধির প্রেক্ষিতে আরো মানবিক সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করার জন্য চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে দিনব্যাপী পবিত্র খতমে কুরআন, দোয়া মাহফিল, কেক কাটা, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহন। শেষে হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।