চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর বাগেরহাট বাসীদের প্রাণপ্রিয় সংগঠন বাগেরহাট জেলা কল্যাণ সমিতির নিয়মিত মাসিক সভা সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর বিকাল ৫ টায় নগরীর বড়পুলস্থ বাগেরহাট জেলা কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ গোলাম মোস্তফা শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডলের সঞ্চালনায় সংগঠনের নিয়মিত মাসিক সবা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইদ্রিচ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ কালিম শেখ, দপ্তর সম্পাদক খান আসলাম আলী, প্রচার সম্পাদক শেখ আবুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ ও পরিকল্পনা সম্পাদক দিদার হোসেন, শ্রম সম্পাদক কাজী আশিকুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম শাহীন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ গুলজার মাহমুদ চাঁদ, আরিফুল ইসলাম, এস.এম. মাহফুজুর রহমান ও মোশারফ হোসেন সহ সংগঠনের সদস্যরা। মাসিক সভায় চট্টগ্রামস্থ বাগের হাট কল্যাণ সমিতিকে আরো গতিশীল ও বেগবান করতে সকলের প্রতি অনুরোধ করা হয়। সাথে সাথে চট্টগ্রামে বসবাসরত বাগের হাট বাসীদের স্বার্থে ও কল্যাণে নিবেদিত হয়ে সকলকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করা হয়।