চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক লীগ (রেজি:নং-১৪৬৯) এর ৪,৫,ও ১৪ নং অটো টেম্পো রোড শাখার উদ্যোগেে চান্দগাঁও রোজ গার্ডেন কমিটি সেন্টারে সংগঠনের সভাপতি মোঃ জুয়েল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবালের সঞ্চালনায় চাঁদাবাজদের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জসীম উদ্দীন, চাঁদগাও অটোটেম্পো মালিক সমিতির সভাপতি মোজাহের হোসেন, যুবলীগ নেতা কায়সার হামিদ, মোহাম্মদ মানিক,মহানগর শ্রমিকলীগ নেতা কামাল উদ্দিন অটোটেম্পো শ্রমিক নেতা মিজানুর রহমান, আবু তৈয়ব, মহরম আলী, মোহাম্মদ বাবুল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন :চাঁদাবাজখ্যাত একটি শ্রমিক সংগঠনের নিয়োজিত একদল লাঠিয়াল বাহিনী দীর্ঘদিন যাবৎ বহদ্দারহাট পুলিশ বক্সের ২০০ গজের মধ্যে জোর পূর্বক চালকদের কাছ থেকে দৈনিক গাড়ি প্রতি ১৫০ টাকা চাঁদা আদায় করে আসছিল চালকরা এর প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানাভাবে হয়রানি করছে ।
আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন কর্তৃক এসব চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি যদি কোন ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে টেম্পু চালকরা কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।