চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ বর্তমানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত শ্রীমদ্ভগদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১২ নভেম্বর ২০২২ শনিবার সকাল ১০টায় গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভগবদগীতা স্বর্ণপদক পুরস্কার প্রতিযোগিতা উপ-পরিষদ, বোয়ালখালী উপজেলার আহবায়ক অপু কুমার বৈদ্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপ্লব দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, উদ্বোধক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, প্রধান বক্তা গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ, চট্টগ্রাম জেলার সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-বোয়ালখালী উপজেলার সভাপতি রাজীব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বিশু রাম বসু সাটু, উত্তম চক্রবর্ত্তী (প্রধান শিক্ষক), পংকজ চন্দ, পিংকু কর, সাজিব চৌধুরী সাজু, কানু সেন, মিথুন চৌধুরী (রনি), আশীষ চৌধুরী, রয়েল দেবনাথ, লিটন রায়, বাবলু দে, সুব্রত দত্ত, রিটন দত্ত, পংকজ বসু, নন্দিতা ভট্টাচার্য, রতন পারিয়াল, মৃণাল পারিয়াল, নন্দ দুলাল চৌধুরী, কালীপদ দাশ, রনি চৌধুরী, টিটু শীল, রিপন সরকার প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন গীতা প্রতিযোগিতা উপ-পরিষদ, বোয়ালখালী উপজেলার সমন্বয়ক উজ্জ্বল শুক্ল দাশ। সভায় প্রধান অতিথি কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ তাঁর বক্তব্যে বলেন, গীতাজ্ঞান মানুষের অন্তরকে বিকশিত করে। গীতার সর্বজনীন আদর্শ সমাজের বৈষম্য ঘুচাতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। উদ্বোধক স্বদেশ চক্রবর্ত্তী বলেন, আলোকিত সমাজ বিনির্মাণে গীতা শিক্ষার বিকল্প নেই। প্রধান বক্তা অধ্যাপক শিপুল কুমার দে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা আয়োজিত স্বর্ণপদক গীতা প্রতিযোগিতা ইতোমধ্যে অংশগ্রহণনেচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি প্রতিযোগিতা সফল ও স্বার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। ক্যাপশান : বোয়ালখালীতে স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।