বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাসুম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ ধর্মীয় স¤প্রীতির দেশ; বিভিন্ন স¤প্রদায়ের মানুষজন এই ভূখণ্ডে অসাম্প্রদায়িক চেতনা লালন করেই বসবাস করছে বহুবছর ধরেই। কিন্তু মাঝে মাঝে কিছু কুচক্রী মহল পরিকল্পনা করে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করার জন্য উঠেপড়ে লাগে। উল্লেখ্য যে, গত রবিবার ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরুর দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডের বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নপত্রে নাটক সিরাজউদ্দৌলা অংশের ১১ নম্বর প্রশ্নে গোপাল, নেপাল ও আব্দুল চরিত্রের মাধ্যমে তৈরিকৃত উদ্দীপকে স্পষ্টত সা¤প্রদায়িক উস্কানি দেয়া হয়েছে। বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে পরিকল্পিত সা¤প্রদায়িক উস্কানিদাতাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এহেন কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ।