আসন্ন (২ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে তালা মার্কায় ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আব্দুল হালিম বলেন,
কর্ণফুলী উপজেলা পরিষদের দুর্নীতি নয় উন্নয়ন করা আমার প্রধান লক্ষ্য।
আগামী ২ নভেম্বর কর্ণফুলী উপজেলার সাধারণ জনগণ তালা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয় সুনিশ্চিত করবে, আমার বিশ্বাস। কারণ আমার পারিবারিক পরিচিতি, শিক্ষা জীবন, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক পরিচিতির সম্পর্কে কর্ণফুলী উপজেলার সাধারণ জনগন জানেন।
উপজেলা পরিষদ নির্বাচন কেমন হবে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে।তবে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনলে,যারা জনগণের ভোট অধিকার হরণ করবে তাদেরকে চিহ্নিত করা যাবে।
এই উপজেলা পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণফুলী উপজেলার অর্থ সম্পাদক।আমি তালা মার্কায় নির্বাচিত হলে কর্ণফুলী উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে সহায়তা করব এবং উন্নয়নের জন্য কাজ করে যাব। উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার দাবি – দোয়া ও ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
জানা যায়, তিনি ছিলেন মরহুম আব্দুল সাত্তার মাষ্টারের ছেলে, তার বড় ভাই গরিবের ডাক্তার খ্যাত বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার মোঃ আব্দুল লতিফ, মেঝ ভাই মোঃ কাইয়ুম, সহকারী অধ্যাপক হাসিনা জামাল মহিলা কলেজ, রাঙ্গুনিয়া।
সেঝ ভাই ডাক্তার আব্দুল মোমিন,ওমান বাংলাদেশী কমিউনিটির অতি প্রিয়মুখ।
ছোট ভাই মোঃ আবদুল বাতেন, বাতেন স্যার নামে সুপরিচিত।শিক্ষা জীবন,এ.জে.চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি। চট্টগ্রাম কলেজ এইচ.এস.সি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি.বি.এ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এম.বি.এ।রাজনৈতিক পরিচিতি, বাংলাদেশ আওয়ামী লীগ কর্ণফুলী উপজেলার অর্থ সম্পাদক।
সামাজিক পরিচিতি, সভাপতি, নজু কুলছুম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটি, শিকলবাহা।
সভাপতি আব্দুল করিম সারাং জামে মসজিদ, পরিচালনা কমিটি, শিকলবাহা। ব্যবসায়িক পরিচিতি, স্বত্বাধিকারী ইসবাত ট্রেডিং কর্পোরেশন।এলাকার স্থানীয় জনসাধারণ মোঃ কাইয়ুম,মোঃ হাসান,মোঃ মিয়া,মোঃ জরিপ আলী প্রতিবেদককে বলেন, একজন সৎ আদর্শবান ব্যাক্তি হিসেবে তিনি সকলের পরিচিত। তিনি ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের দাবী পূর্ণ করতে পারবে বলে আমরা মনে করি। উনার মত একজন সৎ নেতা আমাদের কর্ণফুলীতে প্রয়োজন রযেছে।
মহান আল্লাহ তা’আলা উপযুক্ত সময়ে উনাকে ভাইস চেয়ারম্যান হিসেবে কবুল করুন আমিন।