রিপোর্ট -মিনহাজ বাঙালী
চট্টগ্রাম সাতকানিয়ায়, শেখ রাসেল দিবস -২০২২ উপলক্ষে ১৮ অক্টোম্বর সাতকানিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মোঃ আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মনছুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল দিবস -২০২২ উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ছাত্র লীগের সভাপতি জাহেদুল ইসলাম, ছাত্র নেতা রাফসান আনোয়ারা, জাহেদ সোহান,মোহাম্মদ এমরান খান রনি, সায়েম উদ্দিন মারুফ, আতাউল হাসান রাব্বি, মোঃ সাঈদুর রহমান সহ আরো অনেকেই।
পরে শেখ রাসেল দিবস উপলক্ষে কুইজ, আবৃতি, গল্প ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।