স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোট ওয়ার্ডে মেম্বার পদে ঢোল প্রতীক প্রার্থী আবু বক্কর ছিদ্দিক ওরফে ‘ব ‘ আবু’র বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ উঠেছে । ভোটের পরিস্থিতি অনুকূলে নিতে নাঙ্গলকোটের আনাচে কানাচে এবং দেয়ালে দেয়ালে তাঁর পোস্টারে সয়লাব । এছাড়া ভোট কেন্দ্রের আশেপাশের দেয়ালেও ঢোল প্রতীকের পোস্টার দেখা যাচ্ছে । যা নির্ধাচনী আচরণবিধি লংঘন । আবার ঢোল প্রতীক প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও পৌর মেয়র আবদুল মালেক ভোটারদের নানাভাবে ভোট আদায়ের হুমকি ধমকি দেওয়ার অভিযোগ করছেন অন্যান্য প্রার্থীরা ।
উল্লেখ্য, আসছে সতের অক্টোবর সোমবার জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনে নাঙ্গলকোটের ওয়ার্ডে মেম্বার পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । তারা হলেন, উটপাখী প্রতীকে খাঁন পরিবারের সদস্য এ কে এম বাহাউদ্দিন কৌরেশী শুভ খাঁন, তালাচাবি প্রতীকে তৌহিদুর রহমান মজুমদার, টিউবওয়েল প্রতীকে আবুল খায়ের আবু হেড মাস্টার ওরফে খ আবু, ঢোল প্রতীকে আবু বক্কর ছিদ্দিক ব আবু ও হাতি প্রতীকে মোঃ মোস্তাক মিয়া ।