বর্তমান বিশ্বে পরস্পর বিপরীতমুখী দুটি ধারা বিদ্যমান। এক দিকে শোষক নিপীড়করা নিরীহ দেশ ও মানুষের ওপর প্রচণ্ড আক্রোশে হামলে পড়ছে। দেশে দেশে আজ মজলুম মানবতার আর্তনাদে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছে। অন্যদিকে মজলুম শান্তিকামী মানুষ নিপীড়ক জুলুমবাজদের থেকে বাঁচতে উদগ্রীব। বিশ্বের নিপীড়িত মানবতাকে পরিত্রাণ দিতে এবং একটি মানবিক নিরাপদ স্থিতিশীল সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়তে মহানবীর (দ) আদর্শেই আমাদের ফিরে যেতে হবে।
৯ অক্টোবর বিকালে হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।
শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা খতিবে হিন্দ আল্লামা হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী (মু.জি.আ)।
বিশেষ অতিথি ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ আশিকুর রহমান হাশেমী।
প্রধান আলোচক ছিলেন পীরে তরিক্বত খলিফায়ে তাজুশ শরিয়্যাহ্ আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মু.জি.আ)। বিশেষ আলোচক ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম আল কাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদেরী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ জাফর আলম সহ আরো বহু ওলামায়ে কেরাম। ২য় অধিবেশন রাত ১টা হতে নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শায়েরবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশে^ শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।