জগতে শান্তি ফিরিয়ে আনা, অশান্তি ও হানাহানি রুখে দেয়া, সাম্য, ঐক্য ও সম্প্রীতির মানবিক বিত্ব সমাজ গড়াই মহানবীর (দ) শাশ্বত শিক্ষা ও নির্দেশনা। সন্ত্রাস, জঙ্গিবাদ-হানহানির পথ পরিহার করে মহানবীর (দ) নির্দেশনার আলোকে মানবিক ইসলামের বিকাশ ঘটাতে হবে। বক্তারা আরো বলেন, মিলাদুন্নবী (দ) উদ্যাপন মানে আল্লাহর নেয়ামত প্রাপ্তিতে শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। তাই ইসলামী নির্দেশনা ঈদে মিলাদুন্নবী (দ.) পালনের মাধ্যমে আমরা আল্লাহর রহমতের ভাগিদার হতে পারি। ০৬ অক্টোবর বিকালে হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের ১১তম দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক ইসলামী বক্তা খতিবে হিন্দ আল্লামা হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী (মু.জি.আ), হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ নুর মুহাম্মদ আল কাদেরী, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী। উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাফেজ আব্দুস সবুর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হাফেজ মুহাম্মদ ইউসুপ, মাওলানা আলি আকবর, মাওলানা হাফেজ জাকারিয়া, মাওলানা ইলিয়াছ জালালী, মাওলানা মহিউদ্দিন, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান, মাওলানা হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা সোহেল রেজা প্রমুখ। বাদে আছর হতে নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শায়েরবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশে^ শান্তি কামনায় বিশেষ মুনাজাত করেন পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।