মিনহাজ বাঙালী
‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৬ অক্টোম্বর ১০ ঘটিকায় সাতকানিয়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
উপস্থিত ছিলেন সাতকানিয়ায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা সমাজসেবা অফিসার মো রিজোয়ান উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়নের সচিব ও উদ্যোক্তাগণ।
সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী প্রোগ্রমার আনোয়ার হোসাইন।অনুষ্ঠানটি সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজন করেন।