গাউসিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা বটতলী ইউনিয়ন শাখার উদ্দ্যোগে আয়োজিত স্বাগত জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হযরত শাহ মোহসেন আউলিয়া (রহ.) মাজার জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে জুলুসের শুভ উদ্বোধন করেন মোনাজেরে আহলে সুন্নাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী।
প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গবেষক এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সংগঠক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এনাম রেজা কাদেরী, শাহ মোহসেন আউলিয়া (রহ.) দরবারের মতোয়াল্লী এস এম ফজলুল করিম।
সংগঠনের সভাপতি সৈয়দ আবু তালেব ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডি.আই.এম জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আল কাদেরী, মাওলানা আহমদ উল্লাহ, মুহাম্মদ আবুল কাসেম ভেন্ডার, বাংলাদশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক আবুল লেইচ মুহাম্মদ কায়সান রজভী, মাওলানা আমিনুল হক, সাবেক মেম্বার আমির আহমদ, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ কামাল, মোহাম্মদ আলী, গাজী কমরুদ্দীন, মাস্টার মামুনুর রশীদ, খাইর আহমদ, মাহবুব আলম, জিয়াউল হক রুবেল, হুমায়ুন কবির ছোটন, মুরাদুল ইসলাম, মোহাম্মদ শাকিল, আবদুল মাবুদ সাগর, মো শহীদুল ইসলাম, মো. মুনিরুল ইসলাম, শায়ের পারভেছ রেজা, শায়ের মোবাশ্বির, মোহাম্মদ আসিফ, অনুষ্ঠান পরিচালনা করেন এস এম মুনির উদ্দীন। জুলুসটি শাহ মোহসেন আউলিয়া মাজার, রুস্তমহাট বাজার, নুর পাড়া, ওয়াদা পাড়া মাঝর পাড়া হয়ে দরবার শরীফ মাঠে সালাতো সালাম ও আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বক্তারা রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় জুলুছ পালনের আহবান জানান।
একইসাথে আগামী ১২ রবিউল আওয়াল চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুছ সফল করার জন্য মুসলিম জনতার প্রতি আহবান জানান।