জাতির জনক বঙ্গবন্ধু সরকারের শিল্প ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকীর স্মরণে পটিয়া সদরের গৌবিন্দারখীল চৌধুরী বাড়িস্থ মরহুমের বাড়িতে সোমবার সকাল ১০টায় আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি সংসদ ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে যৌথ উদ্যোগে মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামশুদ্দিন আহম্মদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক এম এ মতিন চৌধুরী, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুব, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর পুত্র ডা.মাইনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাাদক বদিউল আলম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন,পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাকিব হোসেন, ছাত্র নেতা আরিফুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল, সুজন বড়ুয়া, মোহাম্মদ হানিফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তিনি এমপি মন্ত্রী থাকা অবস্থায় জীবন যাপন ছিল সাধারণ মানুষের মত। একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ হলেও তার মধ্যে কোন ধরণের লোভ অহংকার ছিল না। নুরুল ইসলাম চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন তার অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একজন আর্দশবান নেতা ছিলেন।