সাতকানিয়া প্রতিনিধি
ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগের নব-নির্বাচিত সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন এর সংবর্ধণা অনুষ্ঠিত হয়। ৪ নং-ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল হক নুরুল্লাহ ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ আল জাহেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি সোহরাব হোসেন চৌধুরী শুভ এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ্যড. জহির উদ্দীন, প্রধান বক্তা সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সহ-সভাপতি এ্যড. আহমেদ সাইফুদ্দীন সিদ্দিক, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ত্রান ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আমানে আলম, সদস্য আইয়ুব চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল গফুর, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাকারিয়া চৌধুরী, গোলাম ফেরদৌস রুবেল, মোজাম্মেল হক লিটন, আবু তাহের, কাউন্সিলর সাইফুল আলম সোহেল, ওচমান গণি, কমিশনার আবু বক্কর সোহেল, কমিশনার শাহনাজ পারভীন, হাজ্বী সেলিম, নবাব মিয়া রকিব, রাশেদুল আরেফিন জিসান, মোঃ রহিম, জাহাঙ্গীর আলম, কমিশনার আরিফুল ইসলাম, মোঃ ইউনুচ, মোহাম্মদ মহিউদ্দিন, মুহসিন হাসান, জাবেদ জাহাঙ্গীর, এইচ আর জাবেদ, নজরুল ইসলাম, মোঃ পাইরুল, আসহাব উদ্দীন, মোঃ সোলাইমান, মোঃ সেলিম, কামাল উদ্দীন, মোঃ শফি, ফরিদা ইয়াছমিন, জামাল হোসেন, মোঃ সালাউদ্দীন, মিনহাজুল হক সিহাব, সাইফুল ইসলাম, রকিব উদ্দীন রকিব, আরফাতুল ইসলাম সাজ্জাদ, আকতার হামিদ, সুজ্জাদুল হক, মোঃ আলী খান, মোহাম্মদ আজম, মোহাম্মদ সাদিল শাহাদাত, এ.এইচ. আর শিহাব, আল সাইদিল কৌশিক রাসেল, মুজাহিদ প্রধান অতিথি বক্তব্যে বলেন আওয়ামী পরিবারের যোগ্য সন্তান, পরিক্ষিত ছাত্র নেতাকে তুহিনকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে মুল্যায়ন করায় বাংলাদেশ ছাত্রলীগকে স্বাগত জানাই, তুহিনের প্রতি অনুরোধ থাকবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিক্ষা-শান্তি-প্রগতি’র মশাল সকলের মাঝে ছড়িয়ে দিবে।
প্রধান বক্তা বক্তব্যে কুতুব উদ্দীন চৌধুরী বলেন স্বাধীনতা ও স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে দেশবিরোধী চক্র বর্তমানেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নাম পাল্টিয়েছে চরিত্র পাল্টাইনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান অগ্রযাত্রা রুখে দিতে তারা মরিয়া হয়ে পড়েছে। বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করে ফায়দা নিতে চায়, ক্ষমতায় এসে অতীতের মত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন, সন্ত্রাস আর বোমাবাজি করে এদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। বঙ্গবন্ধুর ডাকে যেভাবে সাড়া দিয়ে এদেশের সকল ধর্ম-বর্ণ, শ্রেনী-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিল। বর্তমান সময়ে জননেত্রী শেখ হাসিনাই একমাত্র যোগ্য নেতা, তাঁর বিকল্প নেতৃত্ব এখনো তৈরি হয় নায়। শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার যে লড়াইয়ের ডাক দিয়েছেন, তাতে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামিল হতে হবে। দেশবিরোধী চক্রের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।