কর্ণফুলী দক্ষিণ শিকলবাহাস্থ আ’লা হযরত রাদ্বিয়াআল্লাহু তা’আলা আনহুর রিচার্স সেন্টার ও মাসজিদ-ই আ’লা হযরত রাদ্বিয়াআল্লাহু তা’আলা আনহুর পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এ মহান ইমামের ১০৪তম ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর দক্ষিণ শিকলবাহাস্থ ওফাত বার্ষিকী অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাসজিদ-ই আ’লা হযরত রাদ্বিয়াআল্লাহু তা’আলা আনহুর পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাঈল রেজভী(মা.জি.আ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন বারীয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল্ আল্লামা ডঃ মুহাম্মদ ইসমাঈল (মা.জি.আ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাচ্ছের-ই কুরআন হযরতুল্ আল্লামা মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন(মা.জি.আ)।দৌলাতুল্ মাক্কিয়াহ্ ওকানজুল ঈমানের অনুবাদক লেখক গবেষক, হযরতুল্ আল্লামা ড.আবু সাঈদ মুহাম্মদ ইউসুফ জিলানী (মা.জি.আ)। অহিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল্ আল্লামা মুহাম্মদ ওসমান গণি রেজভী(মা.জি.আ)।ফয়জুল বারী ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ,হযরতুল্ আল্লামা ড. খলিলুর রহমান(মা.জি.আ)। তাজুজশরিয়া দরসে নিজামী মাদ্রাসার প্রধান পরিচালক,হযরতুল্ আল্লামা মুহাম্মদ নেজাম উদ্দিন(মা.জি.আ)।
প্রধান বক্তা ছিলেন, উরকিরচর মুহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসা অধ্যক্ষ হযরতুল্ আল্লামা হাসান রেজা আল্ কাদেরী(মা.জি.আ)।
ফকির মাওলানা আশরাফ আলী শাহ্ (র) মডেল মাদ্রাসার পরিচালক, মোহাম্মদ লোকমান হাকীম ক্বদেরী সঞ্চালনায়, আমনন্ত্রিত ওলামা-ই কিরাম উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, শাহাজাদা মাওলানা আলমগীর আশ্রারাফী, মাওলানা মুহাম্মদ সালেহ্, মাওলানা মোঃ আব্দুল মাবুদ, মাওলানা নুরুল কাদির আল্ কাদেরী, মাওলানা মোঃ ইব্রাহিম ফয়েজী, মাওলানা মোঃ আব্দুল মান্নান, মো,ওসমান গণি আকাশ,মোঃকাইয়ুম প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।