মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশ ১৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মহিলার নাম শিউলী আক্তার ( ৩০)। মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে চকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
মিরসরাই থানা পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযানের পরিচালনা করা হয়। প্রতিদিনের রুটিন তল্লাশির অংশ হিসেবে দূরপাল্লার একটি বাসে তল্লাশি চালানোর সময় এক মহিলাকে সন্দেহ হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা বহনের অপরাধে মহিলাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মহিলার নাম শিউলী আক্তার (৩০)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার ৭নম্বর দাগনভূঁইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড কৃষ্ণরামপুর এলাকার মোঃ শুক্কুর আলী রুমনের স্ত্রী। তার বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।