উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের একটি বসত ঘরে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ রবিবার সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল স্থানীয় সলিমার বাপের বাড়ির মৃত ফজল আহমদের পুত্র মো. ইব্রাহিম (৩৮) ও মো. রফিক (৪৭)। তাদের বিরুদ্ধে থানায় এর আগেও ৪টি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
জানা যায়, দেশীয় চোলাই মদ গুলো রান্না ঘরের চালের মধ্যে সুকৌশলে লুকিয়ে রেখেছে মাদককারবারিরা। ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে মদ তৈরীর সরঞ্জামও। অভিযানে থানা পুলিশের উপ পরিদর্শক জৌতিষ চন্দ্র দেব, মোহাম্মদ হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ দুই সহোদর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।