২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল মিলনায়তনে এডকোকেট এস এম সিরাজদ্দৌল্লাহ এর সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ আলী হোসেন’র সঞ্চালনায় চট্টগ্রাম ডাইন্যামিক লইয়ার্স এসোসিয়েশন এর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন, নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এ এস.এম. বদরুল আনোয়ার, মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সালেহ মোঃ নোমান, এডভোকেট মোঃ মুজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এডভোকেট মোঃ কফিল উদ্দীন চৌধুরী, এডভোকেট মোঃ এনামুল হক, এডভোকেট মোঃ নাজমুল আহসান খান আলমগীর, এডভোকেট মোঃ আবদুর রশীদ, এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, এডভোকেট এ কে এম শামসুদ্দিন কালাম, এডভোকেট এস এম শওকত হোসেন।
স্বাগত বক্তব্যে ছিলেন এডভোকেট মোঃ আলী হোসেন। শুভেচ্ছা বক্তব্যে ছিলেন এডভোকেট চন্দন কান্তি পালিত, এডভোকেট মোঃ বেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডাইন্যামিক ল’ইয়ার্স এসোসিয়েশন এর সদস্য বৃন্দসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মূল্য লক্ষ ও উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।