এক তরুণ সাইমন সাদিক (ইয়াসির আরাফাত সায়মন)১৯ এর কথা লেখাই অনেক কষ্ট করে লিখে পোস্ট করছি।২৩সেপ্টেম্বর শুক্রবার (জুমার নামাজ ) আদায় করে বাড়ি ফিরতেই একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে বলল সাইমন তাঁর আ্ত্মীয়র বাসায় হঠাৎ পেটের ব্যাথা জনিত কারণে মৃত্যু হয়েছে। খবরটি মোটেও বিশ্বাস করতে পারিনা যে, সকালে হাস্য উজ্জ্বল দূরন্ত তরুণ কি করে মৃত্যুতে পতিত হয়। কিছুটা সময় পর আমার ছেলে রাহাত হাঁপাতে হাঁপাতে বললো সাইমন মারা গেছেন। এই তথ্য আমার কাছে বারবার আসার একটা কারণও আছে, গেল কয়েক মাস আগে সে বিদেশে যাওয়ার প্রত্যয়ে তার জন্ম নিবন্ধন সনদ ও স্কুল সার্টিফিকেট সংশোধন করতে আমার মাধ্যমেই ৩৯নং ওয়ার্ড অফিসে ২/৩বার কাগজপত্র জমা দিয়েও মায়ের আইডিতে নাম ভুল ছাপা হয়েছে বলে কোন ভাবেই পাসপোর্ট করতে পারে নাই। তবে আমি সহজভাবে কোর্ট এফিডেভিটের বিনিময়ে কাগজপত্র সঠিক করে দিয়েও সময়ের সাথে আর বিদেশে গমন হয়নি। মাঝেই তার পিতা ও মাতার এবং তার শরীরের বিভিন্ন অংশে রোগ দেখা দেয়।এর মধ্যে সুস্থ্ হয়ে সাইমন আবার ও পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে একটি চাকরি খোঁজার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। প্রকৃতি ও বিধাতার শেষ ডাকে সাড়া দিয়ে সাইমন সাদিক সবাই কে কাঁদিয়ে সৃষ্টি কর্তার কাছে পাড়ি জমান শুক্রবার ২৩সেপ্টেম্বর দুপুরে ।