চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নিয়মিত মাসিক সভা ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নগরীর ষ্টেশন রোডস্থ এশিয়ান এস.আর হোটেলে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপদেষ্টা সালেহ আহমেদ সুলেমান, মোঃ ছাগীর, মোঃ আবুল হোসেন, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন নুরুল আবছার, কাজী মোঃ ইব্রাহীম, মহিউদ্দিন আহমদ সিদ্দিকী, নুরুল কবির, এম শফিউল আলম, মাওলানা আ.ন.ম আবদুশ শাকুর, শফিকুল ইসলাম শাহীন, রুবেল শাহ, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, মাহফুজ কামাল, আমির হোসেন, মোঃ হারুন উর রশিদ, মোঃ শফিউল আলম, জিয়াউর রহমান, রফিক উদ্দিন। সভায় বক্তারা বলেন, করোনাসহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে এমনিতেই ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে। তার উপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের করের বোঝা আমাদের জন্য নতুন একটি মানষিক চাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও ভ্যাট, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি, কর সহ অন্যান্য সরকারী ফি সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ করেন। সাংগঠনিক বিষয় সহ সমসাময়িক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নতুন কিছু পদক্ষেপ গ্রহন করা হয়।