সৌদি আরব সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হাফিজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্হান অর্জন করছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম (১৩)।
গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় বুধবার রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।এ বিজয়ে তৃতীয় স্হান অধিকার করেন রাজধানী ঢাকা মিরপুর মারকাযু ফায়জুল কুরআনের মেধাবী ছাত্র পূর্বে কয়েকবার বিশ্বজয়ী হাফিজ সালেহ আহমদ তাকরিম।
সৌদি অনুষ্ঠিত এ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের ১৫৩ জন অংশ নেন। এ মধ্যে ৩য় স্থান অধিকার করে পুরস্কার হিসেবে এক লাখ সৌদি রিয়াল পেয়েছেন বাংলাদেশের সালেহ আহমদ তাকরীম।
অর্জিত পুরস্কার
১| এক লক্ষ সৌদী রিয়াল । যা বাংলাদেশি টাকায় ৩১/৩২ লক্ষ টাকা ।
২| সৌদি সরকারের খরচে গর্বিত উস্তাজসহ ওমরা ও মদিনা মুনাওয়ারা যিয়ারত ।
৩| মহামূল্যবান সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট।
এদিকে, বিশ্ব দরবারে দেশের মান উজ্জ্বল করায় হাফেয সালেহ আহমদ তাকরীমকে দেশও প্রবাসের সর্বমহল থেকে জানিয়েছেন অভিনন্দন।ধন্য এ দেশ । ধন্য তার পিতা মাতা । এ বিজয় কুরআনের । এ বিজয় লাল সবুজ পতাকার। বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন হাফেযে কুরআন জন্ম হোক।