নজরুল ইসলাম
নগরীর ইপিজেড থানার টহল পুলিশ চোরাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে। ২০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বেপজা নিয়ন্ত্রণাধীন বাউন্ডারির বাহিরে পশ্চিম পাশে বেড়ীবাঁধ লিংরোড এরিয়া থেকে ছিনতাই কালীন সময়ে তাদের
আটক করে হয়। আটককৃতরা হলেন এক মফিজ আলম প্রকাশ রাব্বি (২১) লক্ষ্মীপুর সদর ২। নিরব মিয়া (২০)বসুরহাট নোয়াখালী ৩। সাগর (১৯)ভোলা।
জানা যায় বাদী সাব্বির খান প্রতিদিনের ন্যায় ৭.৩০ টায় গার্মেন্টস ছুটির পর আউটডোর লিং রোড় বেড়ীবাঁধ দিয়ে বাসায় ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে মারধর করে চোরার ভয় দেখিয়ে বাদীর কাজে থাকা একটি মোবাইল সেট ও নগদ ৫০০ টাকা ছিনিয়ে নিলে তার চিৎকার শুনে আশেপাশের থাকা উপস্থিত ও কর্তব্যরত এস আই রানা প্রতাব নেতৃত্বে একটি টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। আটকের বিষয় সম্পর্কে ইপিজেড থানা তদন্ত কর্মকর্তা নুরুল বাশার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের শিকার উক্তি মোতাবেক আশরাফ মল্লিকে (২৪) পলাতক দেখিয়ে তিন জনকে বিরুদ্ধে ৪/৫ ধারায় দ্রুত বিচার আইনে মাললা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করে ।