গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবী শাখার ব্যবস্থাপনায় সমগ্র সৃষ্টি জগতের প্রাণ হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) এ ধরণীতে শুভ আগমন উপলক্ষে আজিমুশশান রাহমাতুল্লিল আলামীন সুন্নী সম্মেলন ১৮ সেপ্টেম্বর রবিবার আবুধাবিস্থ আল-ফালাহ সুদান স্যোশাল ক্লাব অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন কাদেরিয়া আলিয়া সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)। বিশেষ মেহমান ছিলেন আওলাদে রাসুল, সাহেবজাদ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ.)। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মাওলানা ওসমান তালুকদার, সভাপতি মুহাম্মদ আইয়ুব, সহ সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জানে আলম, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ ইয়াকুব, অর্থ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল করিম, সহ অর্থ সরোয়ার আলম, ধর্মীয় সম্পাদক মাওলানা ফজলুল কবির চৌধুরী, গাউসিয়া কমিটি সারজাহ শাখার সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মোছাফ্ফাহ শাখার সভাপতি আলী জামাল, সাধারণ সম্পাদক আবু তাহের, আজমান শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোবারক আলী, দুবাই আল আবির শাখার আহবায়ক কাজী ওমর গণি, রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা আলহাজ্ব আজিম উদ্দিন, সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইস্কান্দও মির্জা, অর্থ সম্পাদক ফজল করিম, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা সৈয়দ এয়াকুব, ধর্মীয় সম্পাদক মঈনউদ্দিন, দপ্তর সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মুছা সহ বিভিন্ন প্রাদেশিক শাখার নেত্ববৃন্দ। হুজুর কেবলা বলেন, ইসলামের নামে আজ নানা ভ্রান্ত গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছে সুন্নীয়তকে বিভক্ত করতে। তাই সকল বাতুলতার বিরুদ্ধে মুসলমানদের ঈমান আকিদ্বা সংরক্ষণে ইসলামের সঠিক রুপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ অনুস্মরণের মাধ্যমে গাউসিয়া কমিটির পতাকার তলে সমবেত হয়ে আনজুমান জামেয়ার খেদমত করার আহবান জানান।