মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রবিবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকির হাটের ফকির বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিরসরাই থানা সূত্রে জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাদিফকির হাট নুর শাহ ফকির বাড়ীর সামনে চকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৭শ পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যাক্তির নাম জাহেদুল হক (৪২)। সে চট্রগ্রামের কর্ণফুলী থানার দৌলতপুর গ্রামের মীর আহম্মদ এর ছেলে।
মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।