আজ ১০ সেপ্টেম্বর ৩নং রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠুভাবে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচিত সদস্যরা হলেন ৪নং ওয়ার্ডের নুরুল আলম চৌধুরী টিপু ৩১৪ ভোট পেয়ে (১ম), ২নং ওয়ার্ড থেকে আলহাজ্ব ওসমান গনি চৌধুরী ২৯৫ ভোট পেয়ে (২য়),৪নং ওয়ার্ড থেকে কাজী মোঃ ইসমাইল ২৪২ ভোট (৩য়) এবং ১নং ওয়ার্ড থেকে আবদুচ ছোবহান তালুকদার ২০৩ ভোট (৪র্থ) হয়েছেন।