বাংলাদেশ নাথ সমিতি (বানাস) এর দ্বি-বার্ষিক সম্মেলন ৯ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। দ্বিবেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন ড.বাবুল চন্দ্র নাথ, আর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (রেলওয়ে)বীর ম্ুিক্তযোদ্ধা হরেন্দ্র কুমার নাথ, প্রধান অতিথি -অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, প্রধান আলোচক মাস্টার দুলাল চন্দ্র নাথ, স্বাগত বক্তা-এডভোকেট কবিশেখর নাথ এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রাস মোহন নাথ, পংকজ কান্তি নাথ ও শিক্ষিকা মিনু রাণী দেবী। অধ্যাপক মিল্টন নাথের সঞ্চালনায় সম্মানিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযুদ্ধা প্রদীপ শংকর রায়, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, ডা. ঊৎফল নাথ, ডা. মনতোষ নাথ, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি পন্ডিত অরুণ দেবনাথ বিকাশ নাথ, রণজিৎ নাথ, ভবরঞ্জন নাথ ও পিংকু নাথ প্রমুখ। শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করেন শিশুশিল্পী অন্তর নাথ ও ঋদ্বিমান নাথ, নৃত্য পরিবেশনায় করেন নন্দিত শিশু শিল্পী নিবৃত্তি নাথ, পায়েল নাথ ও দুর্জয় নাথ। উপস্থিত শতাধিক সদস্যের সর্বসম্মতিক্রমে বানাসের নতুন কমিটি ঘোষিত হয়। সভায় সম্মানিত আহ্বায়ক, সদস্যচিব ও অনুষ্ঠানে আগত অতিথিদের উপস্থিতিতে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বিশেষ সম্মাননা করা হয়। অনুষ্ঠিত সভায় বাংলাদেশ নাথ সমিতি (বানাস) কেন্দ্রীয় কমিটি গঠন কল্পে সম্মানিত আহ্বায়ক ও সদস্যচিবদের পূর্ণাঙ্গা মতামতের ভিত্তিতে অধ্যাপক রাস মোহন নাথ কে সভাপতি, অধ্যাপক মিল্টন কুমার নাথকে সাধারণ সম্পাদক, রণজিৎ নাথকে অর্থ সম্পাদক, পলাশ নাথকে সাংগঠনিক সম্পাদক, সুকান্তা দেবীকে সাংস্কৃতিক সম্পাদক এবং অধ্যাপক তুষার কান্তি নাথকে শিক্ষা বিষয়ক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা সংসদ গঠনকল্পে পংকজ কান্তি নাথ কে আহ্বায়ক ও ঊৎফল নাথকে সদস্য সচিব করা হয় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ গঠনকল্পে এডভোকেট মিলন কান্তি নাথকে আহ্বায়ক ও এডভোকেট মিন্টু কুমার নাথকে সদস্য সচিব ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা হয়। ক্যাপশান : বাংলাদেশ নাথ সমিতি (বানাস) এর দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।