চট্টগ্রামের বায়েজীদ লিংক রোড এলাকায় কর্ণফুলি গ্যাসের পাইপলাইন ঝুঁকিমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ৮সেপ্টম্বর সকাল থেকে এই অভিযান শুরু হয়। মূলত: ভূ-গর্ভস্থ পাইপলাইনের উপর ঘরবাড়ি, দোকানপাট গড়ে উঠায় ঝুঁকি বিবেচনায় এসব স্থাপনা সরানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও বেশ কিছু স্থাপনা মালিক সরকারি দলিল দেখালেও সেগুলো জাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সিডিএ, কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ এই অভিযানে বায়েজীদ লিংক রোড এলাকায় ভূ-গর্ভস্থ গ্যাস পাইপলাইনের আশে-পাশে থাকা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মূলত গ্যাস লাইনের নিরাপত্তা ও এখানে বসবাসকারীদের ঝুঁকিমুক্ত রাখতেই এই অপসারণ কার্যক্রম। তবে অভিযান শুরু হলে যারা নানা দলিল ও কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন, সেগুলো ভুয়া বলেও জানিয়েছেন তিনি। পাইপলাইন ও আশপাশের এলাকা আগে থেকে অধিগ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে এই পাইপলাইন ধরে পুরো এলাকাই ঝুঁকিমুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।