1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
সিডিএ’র অননুমোদিত ভবন শনাক্তকরণে সাঁড়াশি অভিযান চাই - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

সিডিএ’র অননুমোদিত ভবন শনাক্তকরণে সাঁড়াশি অভিযান চাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

৭০ লক্ষাধিক নগরবাসীর বসবাসযোগ্য নগরী গড়ার অন্যতম প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)র  এক শ্রেণির প্রকৌশলী এবং ভবন পরিদর্শকদের মধ্যে দুর্নীতিপরায়ন মনোভাব আর অনিয়মের মানসিকতা এবং হয়রানীর কারনে পরিকল্পিত নগর উন্নয়নে বাঁধাগ্রস্ত হচ্ছে। সেবা প্রার্থীরা ফাইল পত্র হাতে নিয়ে হরানীর শিকার হচ্ছে প্রতিনিয়ত সিডিএর প্রতিটি পদে পদে। মহানগরের এমন কোন এলাকা নেই যেখানে সরকার কর্তৃক প্রনীত ইমারত নির্মাণ আইন নীতিমালা লংঘন, প্লান (নকশা) অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ অথবা নকশাবর্হিভূত ব্যতিক্রম ভবন নির্মাণের ছড়াছড়ি বর্তমান মহানগরীতে দৃশ্যমান।

নগরীর আগ্রাবাদ ডেবার দক্ষিণ পাড়, গোসাইলডাঙ্গা, হাজীপাড়া – বেপারিপাড়া, পতেঙ্গা, হালিশহর, চন্দনপুরা, পাথরঘাটা ও বহদ্দারহাট কাঁচাবাজার গলির ভেতরসহ অনেক এলাকা এমনকি পাড়া- মহল্লা, গলি- সরু গলির ভেতর  আলোচ্য অসংখ্য ভবনের খোঁজ পাওয়া যাবে। অনেক ভবন মালিক অল্পস্বল্প জায়গার উপর তিন, চার ও পঞ্চম তলা পর্যন্ত নিয়মবর্হিভূত ভবন নির্মাণ চোখে পড়বে। এ ধরনের শত শত অভিযোগাদি সিডিএতে ৫২০ টাকা চালানের মাধ্যমে অভিযোগ দায়েরের পর ‘অভিযোগটি’ হয়ে উঠে এলাকাভিত্তিক দায়িত্বে থাকা প্রকৌশলী এবং পরিদর্শকদের “বাণিজ্য” করার উৎস। আবার একজন পরিদর্শকের সাথে থাকে তাদের মনোনীত দালালচক্র। দায়িত্বহীনভাবে সাইড পরিদর্শন করে অনিয়মভাবে নোটিশ জারি করার উদাহরন রয়েছে। দালালদের মাধ্যমে  অভিযুক্ত পক্ষের সাথে গোপনে যোগাযোগ করে অভিযোগের তথ্যাদি সরবরাহ, অভিযোগের কপি গোপন করা ইত্যাদি অনৈতিক কর্মকান্ড দীর্ঘদিন থেকে অদ্যাবধি অব্যাহত সিডিএর অভ্যন্তরে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও বেপরোয়া পরিদর্শকদের নিয়ন্ত্রণ করার জন্য যেন কেউ নেই। গত ৩ আগষ্ট দুদকের গনশুনানীতে সিডিএর বিভিন্ন অনিয়মের পাশাপাশি নিয়মবর্হিভূত ভবন নির্মাণের একাধিক অভিযোগের তথ্যাদির জবাব দিতে প্রশ্নের সম্মুখীন হয়েছেন একাধিক প্রকৌশলী ও কর্মকর্তা। তাদের অপ্রতিরোধ্য কর্মকান্ডে পরিকল্পিত সেবামূলক প্রতিষ্ঠান সিডিএর ভাবমূর্তি আজ তলানিতে। অপরদিকে, সিডিএতে আদালত বিদ্যমান থাকার কারনে ভূক্তভোগীরা আশার আলো দেখচ্ছে-আইনি লড়াইয়ের পর প্রতিকার পাচ্ছে অধিকাংশ ভূক্তভোগীরা ।

এমতাবস্থায়, অননুমোদিত অবৈধভাবে নির্মিত ভবনের মালিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার সিন্ধান্ত গ্রহণ জরুরী হয়ে পড়েছে। অন্যথায়, আইন ও নীতিমালা লংঘন করে যত্রতত্র ভবন নির্মাণের ফলে সিডিএর পরিকল্পিত নগর উন্নয়নের মৌলিক উদ্দেশ্য ব্যর্থ হবে নিঃসন্দেহে। অভিযানের মাধ্যমে দুর্নীতিপরায়ন প্রকৌশলী ও সাইড পরিদর্শকদের চিহিৃত আর অবৈধ ভবন শনাক্ত করে সিডিএ আইনে বর্ণিত বিভাগীয় শাস্তির- পাশাপাশি  অবৈধ ভবন মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু কিংবা জরিমানার আওতায় আনার জন্য সিডিএ চেয়ারম্যানের নিকট জোর দাবি জানাচ্ছি।

ভূক্তভোগীদের পক্ষে

এম. আমিন উল্লাহ মেজু

২২০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla