ইপিজেড থানা প্রতিনিধি
২৩ আগস্ট সকালে কর্ণফুলি ইপিজেডের বেপজা অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ এনামুল হক ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম
আলী।
এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের হেড অফ সেলস আব্দুর রহিম, কর্ণফুলি ইপিজেড অতিরিক্ত নির্বাহী পরিচালক (কঃঅঃ) মোহাম্মদ আবদুল জব্বার, অতিরিক্ত নির্বাহী পরিচালক (শ্রম ও শিঃসঃ) মোহাম্মদ খালেদ চৌধুরী, পরিচালক (হিসাব) মোঃ তৌহিদুল ইসলাম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম (কর্পোরেট) দীপ্তিমান দাশ, ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন ম্যানেজার মো: আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) শাহনুর সানী।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এ ঝুঁকি আরো বেড়েছে। সেজন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এর কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি। বেপজা কর্তৃপক্ষকে প্রায় আড়াই শতাধিক গাছের চারা হস্তান্তর করে ডায়মন্ড সিমেন্ট।