ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ‘অভিলাষ’ এর নতুন কমিটি গঠন করা হয়। স্থানীয় মহল্লা কল্যাণ সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ আব্দুস সবুরকে আহবায়ক, বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, অধ্যাপক অসীম চক্রবর্তী, মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, এডভোকেট কাঞ্চন বিশ্বাস ও মোহাম্মদ রেজাউল করিমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় দেওয়ান বাজার ওয়ার্ড ক্যান্সারখ্যাত তথাকথিত সাব-এরিয়া কাচা বাজার উচ্ছেদ করায় মাননীয় মেয়র বীরমুক্তিযোদ্ধ আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী ও স্থানীয় সফল কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনিকে অভিনন্দন জানান। এছাড়া বর্তমানে খলিফাপট্টিতে কুকুরের উপদ্রব বৃদ্ধি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সভায় একুশে পদকপ্রাপ্ত অত্র এলাকার কৃতি সন্তান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেককে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক অভিলাষের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, রফিকুল ইসলাম, মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রেজাউল করিম, সাকিব আহমেদ, মুজিবুর রহমান, মুহাম্মদ আলী, আসিফ আহমদ সাঈদ, এস এম আব্বাচ, তারেক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।