আনোয়ারা প্রতিনিধি
পারকী নিবাসী নুর বাহারের (৬৯) নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।২৮ আগস্ট সকাল ১১টায় নিজ বাড়ীর উঠানেই এই জানাযা অনুষ্ঠিত হয়।নুর বাহার স্থানীয় হাজী দেলোয়ার হোসেন সীম্যানের স্ত্রী।
মৃত্যুকালে নুর বাহার স্বামী, ৮ছেলে ৪ মেয়ে, নাতি নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে যান।প্রসংগত ২৭ আগস্ট সন্ধ্যায় নুর বাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।