সাইফুল লোকমান ও শর্মিলা রহমান
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস কোম্পানীর সিরাজুল হক পাটোয়ারীর অবৈধ সম্পদের পা্হাড় নিয়ে নানান গুজব ও কানাঘুষা শুরু হয়েছে। বেতন ভাতার সাথে সম্পদের বিশাল ফারাক দেখে সচেতনমহল সিরাজুল হক পাটোয়ারীর অবৈধ আয় নিয়ে সংশ্লিষ্ট মহলের এই বিষয়ে নজর দেবার দাবী তুলছে।
জানা গেছে, জাতীয় পার্টির আমলে সিরাজুল হক পাটোয়ারীর মিটার রিডার পদে চাকুরী হয়। এরপর মিটার পরিদর্শক পদে তার পদোন্নতি হয়।পদোন্নতি পেয়ে মিটার মেইনটেইনেস কাম স্টোর কিপার পদে আসীন হন।এসব পদে থেকে নানান অনিয়ম ও দূনীতিতে জড়িয়ে পড়ে সিরাজুল হক পাটোয়ারী।তাঁকে এই কাজে কতিপয় দূর্নীতিবাজ লোক সহায়তা দেয়।ওই দূর্নীতিবাজদের একটি তালিকাও আমাদের নজরে এসেছে।
সিরাজুল হক পাটোয়ারী জাতীয় পার্টির আমলে শাহ মোয়াজ্জেম হোসেনের কর্মী হিসেবে চাকুরী নেয়। এখন তিনি ক্ষমতাসীন দলের পরিচয়ে চলে।তার গ্রামের বাড়ী ফেনীর জেলার ফুলগাজী উপজেলার মাহমুদ বক্স তালতলা এলাকায়।বর্তমানে লালখান বাজার এলাকায় ৪ শত জায়গার উপর বহতল ভবন নির্মাণ করেছে।ওই বিল্ডিং -এ হোল্ডিং নং ও বিল্ডিং এর নাম কিছুই নেই।তার নিজ এলাকায় মাহমুদ বক্স এলাকায় রয়েছে বিপুল সম্পদ।তার বড় ছেলে অস্টেলিয়ায় থাকে। গুজব উঠছে অস্টেলিয়ায়ও তিনি বিপুল টাকা পাচার করেছেন।তার কয়েকটি গাড়ী রয়েছে একটি নাম্বার হলো চট্টমেট্টো -গ ১২- ০৭৯২ ।
ঢাকার উত্তরায় ১০ নং সেক্টরে তাঁর স্ত্রীর নামে বিল্ডিং রয়েছে বলে একটি সুত্র দাবী করছে।চট্টগ্রামে রয়েছে গার্মেন্টস ব্যবসা ।এই বিষয়ে তারঁ ব্যবহ্নত মোবাইল নাম্বারে ফোন করে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।