কুতুব শরীফ দরবারের অরাজনৈতিক ও তাসাউফ ভিত্তিক সংগঠন শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত “আহলে বাইতে রাসূল দ. এর তাৎপর্য শীষক সেমিনার বহদ্দারহাটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউল হক ইমরানের সঞ্চালনায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আল-মালেকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, দি বাংলাদেশ টুডের চট্টগ্রামের বিভাগীয় ব্যুরো চিফ, এস.এম আকাশ। বিশেষ অতিথি ছিলেন, অত্র সংগঠনের উপদেষ্টা লায়ন জাহেদুল করিম বাপ্পী। আলোচক ছিলেন, মাওলানা রেজাউল হক গোফরান, মাওলানা ফয়েজুল হক, হেলাল উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিউদ্দীন ছগির, নাছির উদ্দীন খাঁন, জিয়াউল হক মালেকী, হাফেজ আবদুল করিম, সায়েদ বিন ফয়সাল, জাফর সাদেক নয়ন, সাখাওয়াত হোসেন, আসহাব উদ্দীন মালেকী ও জাহেদুল ইসলাম। বক্তব্যে বক্তারা বলেন, আহলে বাইতে রাসূল দ. ইসলামের পুনর্জাগরণ সৃষ্টির ক্ষেত্রে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। আহলে বাইতে রাসূল দ. এর পদাঙ্ক অনুস্মরণ ও অনুকরণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব ও কর্তব্য।