বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে অদ্য ১৯ আগস্ট সকাল ১০টায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উদ্যাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মাস্টার পরিমল কান্তি দে’র সভাপতিত্বে পূজা পরিষদের সাধারণ সম্পাদক সুজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল করেন পন্ডিত সুনীতি বিকাশ আচার্য্য। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। তিনি বলেন, দুষ্টের দমন, শিষ্টের লালনের জন্য যুগে যুগে মহামানবরা পৃথিবীতে আর্বিভূত হয়। আমি আজকের এই শুভ ক্ষণে জন্মাষ্টমী উদ্যাপনের সফলতা কামনা করি। উদ্বোধক ছিলেন হাটহাজারী পূজা পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন, উপজেলা প্রাক্তন সভাপতি দূর্গাপদ নাথ, বক্তব্য রাখেন হাটহাজারী মডেল থানার পুলিশ কর্মকর্তা মো. ফয়সাল, উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি রনজিত চক্রবর্তী, বিজয় দত্ত, বিপ্লব মুহুরী, পার্থ সারথী পাল, লায়ন রিমন মুহুরী, রূপেশ কান্তি শীল, যুগ্ম সম্পাদক দিপক মজুুমদার, পরিমল নাথ, জগদিশ রুদ্র, নারায়ন গোস্বামী, পলাশ দে, সুভাষ চন্দ্র দে, নিপু মালাকার, বনানী মজুমদার, প্রিয়তোষ চৌধুরী, লায়ন ডা. রাসেল নন্দী, লিটন নাথ, সুভাষ নাথ, জীবন চৌধুরী, যুবরাজ নাথ, অশোক কুমার দে, উজ্জ্বল দে, কাজল দেবনাথ, ডা. দুলাল নাথ, কাজল চক্রবর্তী, এড. সুজন চৌধুরী, হরিপদ শীল, শিবু রামকৃষ্ণ দে, তপন গোস্বামী, লিংকন পালিত, রনজিত নাথ, সঞ্জীব নাথ, জীবন আচার্য্য, নয়ন তালুকদার, হারাধন চৌধুরী, রাকেশ পাল নিশু, নির্মল নাথ, সৃজন দাশ, প্রবীর চক্রবর্তী, রনি দাশ রকেট, রতন নাথ, রামকৃষ্ণ চৌধুরী, সাজু শীল, রকি শীল, লিংকন দত্ত, লিংকন পালিত প্রমুখ। আলোচনা সভা শেষে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় ও মঙ্গল শোভাযাত্রা হাটহাজারী মহাসড়ক প্রদক্ষিণ করে।