অতিরিক্ত দামে ডিম বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করয় চট্টগ্রামের রেয়াজুদ্দীন বাজারের তিনটি ডিমের আড়ত ও দুইটি দোকানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় তিনি বলেন, সরেজমিন অভিযান পরিচালনা করে তারা দেখতে পান বিভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্ন দামে পাইকারী পর্যায়ে ডিম বিক্রি করছে আড়তগুলো। যার ফলে খুচরা পর্যায়ে দাম বৃদ্ধি করে ডিম বিক্রি করছে ব্যাবসায়ীরা। এছাড়া কোনো মূল্য তালিকাও তারা প্রদর্শন না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।