নিজস্ব প্রতিবেদক
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলা শামসুল আলম সারাং এর বসতবাড়িতে ১৯ আগস্ট শুক্রবার ভোর ৫,১৫মিনিটে অগ্নিকাণ্ডে ৩জন আহত হয়েছেন । এছাড়া এই দূর্ঘটনায় দুটি বিল্ডিংয়ের প্রায় ৫/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ ৩ জন বেশ কিছুটা আগুন জ্বলসে আহত হয়েছে। আহত হলেন বাড়ির মালিক শামসুল আলম (৫৫), নাসিমা আলম(৪৬) এবং তাদের ছেলে শাহরিয়ার আলম(২৮)।এর মধ্যে ছেলে শাহরিয়ার (২৮) ২০-২৫% আগুনে পুড়ে গেছে বলে চমেক হাসপাতাল চিকিৎসা পত্রের সূত্রে জানা গেছে।
শুক্রবার ভোরে আগুন লাগার সময় তারা নিজেদের বসত ঘরে ঘুমেছিলেন। আগুনের লেলিহানে ওই পরিবারের সবাই দু’তলা ও তিন তলায় আটকে পড়লে প্রতিবেশীরা তাদের দেয়াল ভেঙ্গে ও জানালা কেটে বের করে আনেন। খবর পেয়ে নিকটস্থ ইপিজেড ফায়ার স্টেশন ও ডক বন্দররের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা ধারনা করে বলেছেন যে, বাড়ির সামনে নিচতলায় আমের ক্যারেট ও কাট-প্লাস্টিকের স্তুপে বিড়ির আগুন থেকে এই দূর্ঘটনা হতে পারে । এই সময়ে সেখানে ইপিজেড পুলিশের একটি টিম উপস্থিত হন।