লোহাগড়ায় ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল উপলক্ষে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়। ১৮ই আগস্ট বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা হতে হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘের সার্বিক সহযোগিতায়য় ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রাহ.ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩য় তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল উপলক্ষে এই চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
এতে চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ছিলেন চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল। চিকিৎসক হিসেবে ডাক্তার অভিষেক চৌধুরী চিকিৎসা প্রদান করেন এবং নুরুল আযম জিকু, শাহরিয়ার হোসাইন ও মুহাম্মদ জোনাঈদ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন- একতা সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীন কাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, গ্রন্থাগার-সম্পাদক আব্দুল্লাহ আফনান, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, বাণিজ্য সম্পাদক মামুনুর রশিদ নিশান, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, মুহাম্মদ জমির উদ্দীন, ফরহাত হোসেন সাকিব, মুহাম্মদ সাকিব, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, সাবিত, জাঈম, আইনান প্রমুখ।
সংঘের সভাপতি বলেন- প্রান্তিক মানুষের সেবায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান এবং এলাকাবাসী ও মানব সেবায় বিত্তবাদের সহযোগিতার হাত বাড়ানো একান্ত কর্তব্য ।