‘দুষ্টের দমন আর শিষ্টের পালন’-এই মহান ব্রত নিয়েই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ। ৫২৪৮ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যুগাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও অসুরদের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের রক্ষার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম গ্রহণ করেন যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশের উদ্যোগ বর্ণাঢ্য শোভাযাত্রার র্যালীর আয়োজন করা হয়।
উক্ত শোভাযাত্রার র্যালীটির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার দুলাল কান্তি নাথ, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সভাপতি প-িত অরুন কান্তি দেব নাথ, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি রুপম কান্তি নাথ, সাধারণ সম্পাদক সন্তোষ নাথ, মাস্টার মিননাথ নাথ এবং চট্টগ্রাম উত্তর জেলা সংসদের প্রচার সম্পাদক লিপটন নাথ, জেলা ও উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ। সভায় যুগাবতার শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা বৈশি^ক মহামারি করোনা মুক্ত, পাপ, অন্যায়-অত্যাচার ও অসম্প্রদায়িক চেতনায় উজ্জিবিত হয়ে সকল মানব জাতীর শান্তির বসবাস হোক এই বাংলাদেশ।