ছেলের সন্দেহ ছিল মা সব সম্পত্তি বিক্রি করে বিদেশ পাড়ি দিবে। তা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় মাকে নিজ হাতে গুলি করে হত্যা করে ছেলে। ঘটনার ২ দিন পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম কর্ণফুলীর নতুন ব্রীজ এলাকা থেকে ঘাতক ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল। দুপুরে র্যাব ৭ এর চাঁন্দগাও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অধিনায়ক লে.কর্ণেল এম এ ইউসুফ জানান গত মঙ্গলবার দুপুরে মা ও বোনের সাথে ঝগড়ার এক পর্যায়ে নিজের সাথে থাকা পিস্তল দিয়ে প্রথমে বোনকে গুলি করলে মিস ফায়ার হয়। পরে মা জেসমিন আক্তারকে গুলি করলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। সম্প্রতি বাবার মৃত্যুর পর সম্পদ নিয়ে মা ও বোনের সাথে বিরোধে দেখা দেয় তার।
ঘটনার পর অস্ট্রেলিয়া প্রবাসী বোন বাদী হয়ে পটিয় থানায় হত্যা মামলা দায়ের করে। ঘাতক ভাইয়ের দৃষ্ঠান্তমূলক শাস্তি চান তিনি।