চট্টগ্রামের রাউজান থেকে দুটি একে-২২ রাইফেল, ১টি পিস্তল বুলেটসহ ৩জন ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে
রাউজান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করা হয়। পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার বিভিন্ন
এলাকায় আজ ভোরে অভিযান চালানো হয়। এসময় ডাকাতির প্রস্ত্তুতিকালে নুরুল আবছার, কামরুল হাসান ও গিয়াসউদ্দিন নামে ৩জনকে আটক করা হয়। পরে তাদের দেহ এবং বসতঘরে তল্লাশী করে ৬টি আগ্নেয়াস্ত্র, শতাধিক বুলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো মটর সা্ইকেলও জব্ধ করা হয়।
এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।