বঙ্গীয় মুসলিম লীগের সভাপতি, দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা, মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ এর ৫৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট । এই উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আগামী শনিবার ২০ আগস্ট সকাল ১১টায় পল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মুসলিম লীগ সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা, আলোচনায় অংশগ্রহণ করবেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি এডভোকেট আফতাআ হোসেন মোল্লা, এডভোকের মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম ও মুসলিম লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।