হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ’র উদ্যোগে অদ্য ১৫ আগস্ট সকাল ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাওলানা দিদারুল আলম, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খায়ের আহমদ খোকন, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ, আব্দুল হালিম আদু, হুমায়ুন, রমজান আলী, মোঃ আকবর, মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
এতে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে পুনরায় বিজয়ী করতে সকল মেহেনতী শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।