চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার সিরাজুল আলম ৯ আগস্ট দুপুর ২টায় কুলগাঁও মোতোওয়াল্লী বাড়িস্থ নিজ বাসভবনে ইনতিকাল করেন। তিনি বার্ধক্যজনিত রোগাক্রান্ত ছিলেন। এদিন রাত ১০টায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দানে ১ম জানাজা এবং ১০আগস্ট সকাল ১১টায় কুলগাঁও সিটি কর্পোরেশেন কলেজ ময়দানে ২য় নামাজে জানাজা সম্পন্ন হয়।
এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম,বিএনপি,আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বহু আলেম ওলামা, সর্বস্তরের জনগণ সহ বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । নামাজে জানাজায় ইমামতি করেন অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান।
উল্লেখ্য মরহুম সিরাজুল আলম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও উচ্চ বিদ্যালয়, পূর্ব কুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফকিরপাড়া শাহ হাবীব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন। এছাড়া বটতলী জামে মসজিদের দীর্ঘ দিন সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। নামাজে জানাজা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার সহকারে রাষ্ট্রীয় মর্যাদায় বটতলী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজা পূর্ব স্মৃতিচারণ করে বলেন তিনি একজন ত্যাগী রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইরশাদুল আলম হিরার পিতার ইনতিকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দিন সোহেল, বায়েজিদ থানা গাউসিয়া কমিটি,জালালাবাদ ওয়ার্ড নেতৃবৃন্দ,আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ’র সেক্রেটারি আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী গভীর শোক প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।