জমিয়াতুল ফালাহ জামে মসজিদে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিবস কুতুব শরীফ দরবারের শাহ্জাদা মাওলানা আবদুল করিম আল কুতুবী মা.জি.আ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আহলে বায়াতে রাসূল দ. এর মোহাব্বত অন্তরে লালন করে ইসলামের প্রকৃত আদর্শ চর্চার মাধ্যমে আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে শিয়াবাদের মনগড়া মতবাদকে পদদলিত করে ইসলামের বিজয় সুনিশ্চিত করা ঈমানি দায়িত্ব ও কর্তব্য।
আসুন, আমরা বস্তুনিষ্ঠা মতবাদ বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকা তলে সমাবেত হই। প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ (এম.পি)।
স্বাগত বক্তব্য রাখেন, মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সূফী মিজানুর রহমান। বক্তব্য রাখেন, মাওলানা আকবর এহসানী (ভারত), মাওলানা আবদুর রহিম আজহারী প্রমুখ।