লায়ন্স ক্লাব অব চিটাগাং রোদসী’র সেবাবর্ষ ২০২২-২৩ এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ৩ আগস্ট নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের প্রকৃতি হলে ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার এটিএম সেলিম রেজার সভাপতিত্বে জয়েন্ট সেক্রেটারী লায়ন ড. শ্রীরাম আচার্য এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ডিষ্ট্রিক গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। তিনি বলেন, লায়নিজমের মুল মন্ত্র হচ্ছে মানবতার সেবা করা। সেবাই প্রকৃত ধর্ম। লায়নরা চিত্ত এবং বিত্তের সমন্বয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বছরও অন্তহীন ভালবাসা সমাজের গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানবতার জন্য এই ক্লাব অসংখ্য সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সভায় ডিষ্ট্রিক গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এর উপস্থিতিতে বিদায়ী প্রেসিডেন্ট গং-গেবল হস্তান্তরের মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জোন চেয়ারপার্সন (ক্লাব) লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ এমজেএফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রণত মিত্র চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লায়ন অশোক কুমার নাথ, জয়েন্ট ট্রেজারার লায়ন রিমন মুহুরী, লায়ন দেবাশীষ দাশ, লায়ন রণধীর চৌধুরী, লায়ন দোলন ধর, লায়ন নাছিমা আক্তার, লায়ন ইঞ্জিনিয়ার অপু কুমার দাশ, লায়ন বিক্রমজিৎ রায়, লায়ন সুমন চক্রবর্তী, লায়ন তাপস কুমার নন্দী, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, লায়ন শংকর আচার্য্য প্রমুখ।