1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বেড়েই চলছে সোনার দাম বঙ্গবন্ধু টানেলে পুলিশ-নৌবাহিনী-ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনের টোল মওকুফ দক্ষিণ হালিশহরে ২৯০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচি . ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১১ পতেঙ্গা লিংক রোডে পাজেরো গাড়ির ধাক্কায় বিদেশি নারী শিক্ষার্থীর মৃত্যু আনোয়ারায় আগুনে পুড়লো উঠান মাঝির ৪৬ ঘর কালা মিয়ার ইন্তেকাল বিশৃংখলা আর জনভোগান্তি সীতাকুণ্ডে উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল শেষ দিনে চেয়ারম্যান পদে ২ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন জরিমানা ছাড়া মোটর যানের কাগজপত্র হালনাগাদ সময় বেড়ে ১৫এপ্রিল পর্যন্ত

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদোন্নতিজনিত সংবর্ধনা অনুষ্ঠান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ উজ্জ্বল নক্ষত্র – মহাপরিচালক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উদ্যোগে পৃথকভাবে সংবর্ধনা সভার আয়োজন করেছে। সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। জেলা স্বাস্থ্য তত্তাবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালকের সহধর্মিনী তানিয়া কবীর, ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ, চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ নূর উদ্দিন, হালিশহর আর্বান ডিসপেন্সারীর সিনিয়র মেডিকেল অফিসার ডা. নওশাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এফ.এম জাহিদ, ডা. সুমাইতা হাসান কবীর, সাংবাদিক রনজিত কুমার শীল, সাংবাদিক ঈমাম হোসেন রাজু ও সিভিল সার্জন কার্যালয়ের স্টোর ইনচার্জ জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিকে স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ সাখাওয়াত উল্ল্যাহ। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইখতেয়ার উদ্দিন, কীটতত্ত¡বিদ মফিজুল হক শাহ, প্রধান সহকারী মোঃ কামাল উদ্দিন, পিএটু স্বাস্থ্য পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাকিল, অফিস সহকারী ফাতেমা বেগম, মোঃ এনামুল হক ড্রাইভার, ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ আবদুল নবী, আবদুর নুর প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সদর হাসপাতালের তত্তাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে চট্টগ্রামে প্রায় তিন বছর ৪ মাস কর্মকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশনা মতে বিভিন্ন সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব-সেন্টারগুলোতে নিয়মিত পরিদর্শন অব্যাহত রেখে জনগণের দৌরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি বলেন, কোভিড শুরুর সময়ে চট্টগ্রামে বিশেষ আইসিইউ বেড, হাই ফ্লু ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামের চরম সংকট ছিল। এ সময়ে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি ও বেসরকারী কিছু কিছু প্রতিষ্ঠান কোভিড আক্রান্ত রোগীদের বাঁচাতে সময়োপযুগী চিকিৎসা-সরঞ্জাম নিয়ে সরকারের পাশে দাড়িঁয়েছে। বেসরকারী ফিল্ড হাসপাতাল ও অন্যান্য হাসপাতালগুলো নিজ উদ্যোগে চট্টগ্রামে কোভিড চিকিৎসায় আন্তরিকভাবে এগিয়ে এসেছে। প্রশাসন, সিটি করপোরেশন, বিএমএ নেতৃবৃন্দ, স্বাচিপ নেতৃবৃন্দ, ধর্ণাঢ্য ব্যক্তি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে চিকিৎসক-কর্মচারীরা রাত-দিন পরিশ্রম করেছেন বলেই চট্টগ্রামে কোভিড নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। কোভিড চিকিৎসার নামে যে সকল প্রতিষ্ঠান গলাকাটা ব্যবসা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে আমরা সকলে সমন্বিতভাবে এগিয়ে আসার কারণে বিশ্বে অতি দ্রুত সময়ে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রথম। সারাদেশের ন্যায় চট্টগ্রামে দ্বিতীয় কোভিড টিকার ডোজের পর বুস্টার ডোজ সম্পন্ন হতে চলেছে। স্বাস্থ্যসেবার উন্নয়ন সংক্রান্ত যে কোন বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছি বলেই চট্টগ্রাম বিভাগ এ ক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। চট্টগ্রাম স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ ব্যাপারে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হওয়ার আহবান জানান তিনি।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla